বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

বন্দরে সুনিল চন্দ্র দাসকে লাঞ্চিত করার ঘটনায় প্রতিবাদ সভা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (বন্দর) : বন্দরে ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সুনিল চন্দ্র দাসকে লাঞ্চিত করার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টায় ঋৃষিপাড়া’স্থ এনায়েত নগর এলাকার কালীমন্দিরে এ সভা সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি তথা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস। সভায় ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সুনিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও না’গঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরভ দেওরী, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি কেথির প্রধান, সুবল দাস, গৌতম দাস, ভারত দাস, রাজকুমার, লিভারন, সুজিত দাস, ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক বলরাম মাষ্টার, সহ-সভাপতি নিকি চন্দ্র দাস, জীবন দাস, রতন দাস, সহ-সাধারন সম্পাদক সন কুমার দাস, রিপন, সোনাকান্দা বৃহত্তর পঞ্চায়েত কমিটির সভাপতি মনির হোসেন রাজা, সদস্য সচিব মোঃ শফিউল্লাহ, এবাদুল্লাহ, সিরাজ মুন্সি, শহিদুর রহমান শহিদ, হুমায়ুন সর্দার, আলহাজ¦ দেলোয়ার হোসেন, এনায়েত নগর যুবক কমিটির সভাপতি সুজন দাস, সাধারন সম্পাদক সঞ্জিত দাস, সহ-সভাপতি কার্ত্তিক, সহ-সাধারন সম্পাদক শিখন, সাংগঠনিক সম্পাদক তরুন দাস, কৈলাস, সুদেব, শিপন, সুধীর, দীপক প্রমুখ। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপীনাথ বলেন ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সুনিল চন্দ্র দাসকে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সুচারু নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনি দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে একটি মহল। ষড়যন্ত্রকারীদের কোন চেষ্ঠাই সফল হবে না। কেননা দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার মননশীল পরিচালনায়। এই ঋষিপাড়া এলাকা আপনাদের মাতৃভূমি। এখানে আপনাদের নিজেদের মধ্যে কেউ কাদা ছুড়াছুড়ি করবেন না। আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী হলে কারো কান কথা শুনবেন না,সবাই মিলে মিশে থাকবেন। মনে রাখবেন আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টির মিশনে নেমেছে একটি চক্র। আপনারা অপরাধ করবেনও না, প্রশয়ও দিবেন না। প্রশাসনিক কর্মকর্তাদের বলছি আপনাদের সবাই স্যার বলে। মানুষ বিপদে পড়লে ভগবান ও আল্লাহ’র সাহায্য চায়। এর পরে যদি কারো নিকট দারস্থ হয় সেটা হচ্ছে ডাক্তার, উকিল ও পুলিশ। অতএব সুনিল চন্দ্র দাসকে লাঞ্চিত করার ঘটনাটি সুষ্ঠো তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করার অনুরুধ করছি।
এই বিভাগের আরো খবর