শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

শ্রমিক নেতা রাকিবের নির্যাতনকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : গার্মেন্ট শ্রমিক নেতা রাকিবের নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন। মঙ্গলবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সভাপতি এম.এ শাহিনের সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফন্ট জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশের ট্রেড ইউনিয়নের সেক্রেটারী ইকবাল হোসেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী সহ আরো অনেকে। মানববন্ধনে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী তার বক্তব্যে বলেন, রাকিবের নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে এটা কোন সাধারণ মানুষ সহ্য করতে পারে না। তার এই প্রতিবাদের বিরুদ্ধে অনেকে বক্তব্য দিয়েছেন। কিন্তু আমি অনুরোধ করবো এর সাথে জড়িতদের অবিলম্বে সুষ্ঠু অনুসন্ধান করে দোষীদের বিচার করতে হবে। মালিক পক্ষের বিজেএমইএ ও বিকেএমইএ সহ বিভিন্ন সংগঠন আছে। আছে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ। তাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে। যদি এর বিচার না হয় তবে আমরা আরো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস তার বক্তব্যে বলেন, আমরা লক্ষ্য করেছি এই সরকার মুখে শ্রমিক বান্ধব বললেও কাজে মালিক বান্ধব। তা না হলে ২৪ মার্চ রাকিবের উপর এই ধরণের অমানবিক অত্যাচার হলেও কোন বিচার তো দূরের কথা কোন তদন্ত কমিটিও হয় নি। যদি এর বিচার না হয় তবে সরকার পরবর্তী যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি হলে তার জন্য সরকার দায়ী থাকবে। উল্লেখ্য, গত ২৪ মার্চ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাকিবকে কাঠের পুলের সুগন্ধা গার্মেন্টসের মালিকরা ছুটির  দিনে জোর করে কাজ করায়। সন্ধ্যা ৭ টার দিকে সে ছুটি চাইলে তাকে মালিক পক্ষের লোকেরা মারধর করে এবং শারীরিক ভাবে নির্যাতন করে। এবং তাকে চাকুরী থেকে বিতারিত করে দেয়। শুভ্র/এস/এস
এই বিভাগের আরো খবর