বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

বাংলা নববর্ষে আত্মপ্রকাশ করছে সংগীত শিল্পীদের নতুন সংগঠন ”সাতসুর”

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বাজাও অন্তর-বাজাও যন্তর। বাংলা নববর্ষে নারায়ণগঞ্জের বন্দরে সংগীত শিল্পীদের নিয়ে নতুন একটি সংগঠন হচ্ছে। স্বরলিপির সাতটি স্বরের সঙ্গে সংগতি রেখে নাম দেয়া হয়েছে ”সাতসুর”। নারায়ণগঞ্জ অঞ্চলের নবীন প্রবীন সংগীত শিল্পীদের স্বার্থ রক্ষা, সুখ ও দুঃখের অংশীদারিত্ব, পরষ্পর সহযোগিতা ও সহমর্মিতা, সুষ্ঠু চিন্তা ও ভাব বিনিময়, শুদ্ধ অনুশীলন ও সৃজনশীলতা উন্নয়নের লক্ষ্যে নব এই সংগঠনটির আত্মপ্রকাশ। যারা গান করেন, যারা নৃত্যশিল্পী কিংবা যন্ত্র সংগীতে আছেন তাদের আমন্ত্রণ রইল। এ ছাড়া  যারা সংগীত পিপাসু, গানকে ভালবাসেন তাদেরকেও স্বাগতম। আগামী ১৪ এপ্রিল শুক্রবার ১ লা বৈশাখ বিকেল সাড়ে ৩টায় বন্দরের কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সংগীত শিল্পীদের নাম রেজিষ্ট্রেশন চলছে। নাম রেজিষ্ট্রেশনের জন্য কন্ঠশিল্পী ও সাংবাদিক আতাউর রহমানের মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।(মোবাইল নং ০১৭১১০৬৭৪৭১)। তবে হ্যা, যারা সুরের ইন্দ্রজাল ছেড়ে, গিরিজ্ঞির বেড়াজালে আবদ্ধ তাদের যোগাযোগের দরকার নেই বলে জানিয়েছে ‘সাতসুর’ কর্তৃপক্ষ।
এই বিভাগের আরো খবর