শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

নগরীতে জাটকাসহ মাছ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমান আদালতে দন্ড

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৯ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটচকম : ১২ মণ জাটকাসহ রাকিব নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। রোববার ভোরে শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে ৩ নম্বর মাছ ঘাটের কাছ থেকে ওই জাটকাসহ তাকে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত রাকিবকে ৫ হাজার টাকা জরিমানা অন‍াদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত রাকিব মুন্সিগঞ্জের মিজিরকান্দি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম আহমেদ জানান, বৈশাখ উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা প্রকাশ্যে জাটকা বিক্রি করছে বরে অভিযোগ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় রোববার ৩ নম্বর মাছ ঘাটে অভিযান চালিয়ে ওই জাটকাসহ রাকিববে আটক করা হয়। নৌ-পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। এস/শুভ্র/এস
এই বিভাগের আরো খবর