শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

প্রয়াত তিন কবির স্মরণে বন্দরে দোয়া ও শোক সভা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ৮ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : "আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই”, “আমার গলার হার খুলে নে ওগো ললিতে”, “মাঝি বাইয়া যাও রে”, “ফান্দে পড়িয়া বগা কান্দে রে” এমনসব কালজয়ী গানের রচয়িতা কবি আবদুল হাই মাশরেকী, সদ্য প্রয়াত ষাটের দশকের অন্যতম কবি, গবেষক ও প্রাবন্ধিক কবি সাযযাদ কাদির, এবং বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী, কবি সায়ীদ হাসান সেলিম এর স্মরণে দোয়া ও শোক সভার আয়োজন করে সম্মিলিত সাহিত্য জোট। শুক্রবার সকালে বন্দরের নবীগঞ্জ কদমরসুল দরবার শরীফে কবি এবং সাংবাদিক ইয়াদী মাহমুদের সভাপতিত্বে আলোচনা করেন কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, স্কাউটস বন্দর উপজেলার সহকারী কমিশনার ও ক্রীড়া সংগঠক জিয়াউল হাসান যীশু, কবি নোমান আল কাদরী, কল্যাণী সেবা সংস্থার পরিচালক কবি আব্দুল লতিফ রানা, পেশওয়ারী শাহ্ (রহ) 'র মাজার শরীফে (নরসিংদী) 'র খাদেম মোঃ খোরশেদ মিয়া, কদমরসুল দরবার শরীফের খাদেম মাসুদুর রহমান ও আশফাকুর রহমান মনির, কবি কবির সোহেল প্রমুখ।  আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কবি নোমান আল কাদরী।  শুক্রবার জুম্মার দিন থাকায় কদমরসুল দরবার শরীফে ছিল দর্শনার্থী এবং ভক্তদের উপস্থিতি।
এই বিভাগের আরো খবর