Logo
Logo
×

জাতীয়

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০১:৫০ পিএম

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইজিপির

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পণ্য পরিবহনসহ কোনো সেক্টরে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন আইজিপি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ মহাপরিদর্শক। উত্তর দেন নানা প্রশ্নের। তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনো সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না বলে জানান পুলিশ প্রধান। বড় অংকের লেনদেনে প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেয়ার আহ্বানও জানান তিনি।

এছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো খবর বা তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন আইজিপি। ঈদের এ সময়টাতে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না জানিয়ে কঠোর হুঁশিয়ার দেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন