শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৭   আপডেট: ১৮ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এইচএসসি ২০১৭ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মো. ওয়াজেদ কামালের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াব চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর শাহিন সুলতানা। মূখ্য আলোচক হিসেবে ছিলেন মাওলানা ডা. একেএম ইব্রাহিম আজাদ সিরাজী, ঐ কলেজের শিক্ষক ও ছাত্রী বৃন্দ। এ উপলক্ষে মিলাদ ও দুআ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। আলোচনা সভায় অধ্যক্ষ মো. আব্দুল ওয়াব চৌধুরী বলেন, ছাত্রীরা তোমরা পড়া-লেখার পাশাপাশি, ঠিক সময় খাওয়া-দাওয়া করবে যাতে করে অসুস্থ না হও । অসুস্থ হলে ভালোভাবে পরিক্ষা দিতে পারবে না আর রেজাল্টও ভালো হবে না। প্রশ্নপত্র ভালো করে পড়ে এবং যে প্রশ্নের উত্তর ভালো পারবে সে প্রশ্নটাই আগে দিবে। খুব দ্রুত সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে।
এই বিভাগের আরো খবর