শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে ডন বজলুর তান্ডব

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

বন্দর প্রতিনিধি : কাঁচপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী বজলুর রহমান ওরফে ডন বজলু আবারো বেপরোয়া হয়ে উঠেছে। কিছুদিন পূর্বে কুখ্যাত এ সন্ত্রাসী একটি হত্যা মামলা জেলে বন্দী থাকলেও জামিনে বেরিয়ে সে ফের মরিয়া হয়ে উঠেছে। এদিকে বৃহস্পতিবার সন্ধায় সন্ত্রাসী ডন বজলু ও তার ভাই আজিজ এবং তার অন্যতম সহযোগী আফসারউদ্দিন ওরফে আশু মিয়ার ছেলে কালাম,জাকারিয়া,ইসলাম মিয়ার ছেলে মাসুম,মৃত বাইজুদ্দিনের ছেলে জাকির সুদূর মাগুরা জেলার গোয়ালভাটা শিয়াল বিরি মন্টু ভট্রাচাের্য্যর ছেলে ত্রিদেব ভট্রাচার্য্যসহ ১০/১২জনের একটি সন্ত্রাসী দল দেশী-বিদেশী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে একাধিক মামলার বাদীপক্ষের সাক্ষী নাজিরকে তার হরিপুর বঙ্গশাসন এলাকার বসত ঘরে অতর্কত হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে ঘরে ঢুকেই হত্যার চেষ্টায় নাজিরের উপর হামলা চালায়। নাজিরকে বাঁচাতে তার ৫ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী জলি (২৫) বাধা দিলে সন্ত্রাসী ডন বজলু হত্যার উদ্দেশ্যে জলির ডান বাহুর উপর কোপ দেয়। পরবর্তীতে একই উদ্দেশ্যে অপরাপর সন্ত্রাসী মাসুম ও জাকির গৃহবধূর বা হাতের বাহুতে সজোরে কোপ দিয়ে গুরুতর জখম করে। এ সময় গৃহবধূ ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অবস্থা বেগতিক বুঝে সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ে। পরে উপস্থিত লোকজন আহত জলিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের হাত ও বিভিন্ন স্থানে ৩৬টি সেলাই দেয়া হয়। এ ব্যাপারে নাজিরের চাচা হরিপুর বঙ্গশাসন এলাকার মৃত রওশন আলীর ছেলে ইসহাক আলী বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ে করেন। যার নং ৩(৩)১৭ইং।
এই বিভাগের আরো খবর