বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে: মাঠে নামছে না’গঞ্জ বিএনপি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা২৪.কম : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাঠে নামছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। আগামী কয়েকদিনের মধ্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথ গরম করতে চাচ্ছে দলটি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সভাপতি জান্নাতুল ফেরদৌসসহ একাধিক নেতা জানিয়েছেন, ‘ঘরে গ্যাস নাই। গ্যাসের আগুন জ্বলে না কিন্তু মনে আগুন জ্বলে। সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনদাবী নিয়েই অচিরেই আমরা মাঠে নামবো। কারণ বিএনপি জনগণের দল’। প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক খাতে এখন মিটার ব্যবহারকারীদের প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য দিতে হয় ৭ টাকা। ১ থেকে মার্চে দিতে হবে ৯ টাকা ১০ পয়সা। জুনে দিতে হবে ১১ টাকা ২০ পয়সা। সরকারের এই ঘোষণার ফলে ১ মার্চ থেকে এক চুলা ব্যবহারকারীকে দিতে হবে ৭৫০ টাকা। এখন পর্যন্ত তারা দিচ্ছেন ৬০০ টাকা। এখন যারা দুই চুলার জন্য ৬৫০ টাকা করে দিচ্ছেন, তাদের গুনতে হবে ৮০০ টাকা। এরপর দ্বিতীয় ধাপে বাড়েবে ১ জুন। ওই সময়ে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা। আর যে সব গ্রাহক দুই চুলা ব্যবহার করছেন, তাদের দিতে হবে ৯৫০ টাকা হারে।
এই বিভাগের আরো খবর