শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

জার্মানিতে রেলস্টেশনে কুড়াল হামলা

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭   আপডেট: ১০ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমের শহর ডাসেলডর্ফের প্রধান রেলস্টেশনে কুড়াল হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৬ বছরের ওই ব্যক্তি সাবেক যুগোস্লাভিয়ার বংশোদ্ভূত এবং সে মানসিক রোগী। ওই ব্যক্তি কুড়াল নিয়ে রেলস্টেশনে নির্বিচারে হামলা চালিয়েছিল। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারী একটি সেতু থেকে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করলে সেও আহত হয়েছে।ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই হামলাকারীর অন্য কোনো সহযোগী আছে কি না তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ঘটনার পরপর স্টেশনে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে অবশ্য রেল যোগাযোগ চালু করা হয়েছে।কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ জানিয়েছে, এর সঙ্গে জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগে অবশ্য টুইটারে জনগণকে এই হামলার বিষয়ে কোনো জল্পনা-কল্পনা না করার আহ্বান জানিয়েছে।
এই বিভাগের আরো খবর