শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

মূল্য বৃদ্ধিতে আমরা নারায়ণগঞ্জবাসী : গ্যাসের মুল্য পুন:নির্ধারণ না হলে তীব্র আন্দোলন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

শহর প্রতিনিধি : বর্তমান বাজারে বিভিন্ন ভোগ্য পণ্য যথা চাল, ডাল, তেল, নুন, আটা, ময়দাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমাগত মূল্য বৃদ্ধির অসহনীয় যাপিত জীবন যখন দুর্বিষহ ঠিক তখনই মরার উপর খাড়ার ঘা হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক আবাসিক চুলাসহ বিভিন্ন পর্যায়ে অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করে ভুক্তভোগী সাধারণ মানুষকে এক অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে নিপতিত করেছে। যেখানে মাত্র দেড় বছর পূর্বে ৫০% হারে আবাসিক গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছিল। এখন আবার ১লা মার্চ থেকে সিঙ্গেল চুলাপ্রতি ৭৫০ ও ডাবল চুলাপ্রতি ৮০০ টাকা এবং ১লা জুন থেকে সিঙ্গেল চুলাপ্রতি ৯০০ টাকা ও ডাবল চুলাপ্রতি ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক। এই অযৌক্তিক মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য নাভিশ্বাস হয়ে দেখা দিয়েছে। তাছাড়া সিএনজি ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে পণ্য পরিবহন ভাড়া, বাস ভাড়া ইত্যাদি বৃদ্ধি পেয়ে সকল ভোগ্য পণ্যের মূল্য ও বিদ্যুতের মূল্য আরেক দফা বৃদ্ধি পাবে। যা সাধারণ মানুষের জন্য এক বিপদজনক পরিস্থিতির সৃষ্টি করবে। কারণ গ্যাসের মূল্য বৃদ্ধি পেলেও মানুষের নৈমত্তিক আয় এক টাকাও বাড়েনি। এ পর্যায়ে আমরা (আমরা নারায়ণগঞ্জবাসী) এই অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সহনীয় পর্যায়ে আবাসিক চুলাসহ বিভিন্ন পর্যায়ে গ্যাসের মূল্য পুনঃ নির্ধারণের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় ভুক্তভোগী সাধারণ মানুষকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এই বিভাগের আরো খবর