শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

‘বলাটা যত সহজ বাস্তবতা ততটাই কঠিন ’:অজয় রায়

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান অধ্যাপক শিক্ষাবিদ অজয় রায় বলেছেন, ‘বলাটা যত সহজ বাস্তবতা ততটাই কঠিন। স্বাধীনতার মধ্য দিয়ে সকলের সমাধিকার, স্যাকুলারিজম, গণতন্ত্র, জাতীয়তাবাদের মতো অনেকগুলো আদর্শও প্রতিষ্ঠিত হয়। এদেশের সকল তরুণ তরুণীদের প্রতি আহ্বান জানাই এসব আদর্শগুলো হৃদয় ও মস্তিস্কে ধারণ অনুধাবন করে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। শুক্রবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে উন্মেষের সাংস্কৃতিক সংসদের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সমতার রঙ ছড়িয়ে প্রাণে এসো স্বদেশ জাগাই গানে’ শ্লোগানে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন অজয় রায়। উন্মেষের সাংস্কৃতিক সংসদের ২৬ বছর পূর্তি এ অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় নারী ও সামাজিক আন্দোলনে অগ্রগণ্য নেত্রী খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সহ সভাপতি ও একতা খেলাঘর আসরের সভাপতি রেখা গুণ কে ড. সৈকত আসকর ও প্রয়াত সাংবাদিক বংশী সাহাকে সম্মাননা প্রদান করা হয়।উন্মেষ সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উন্মেষ সাবেক সভাপতি সরত চন্দ্র মন্ডল ও ভবানী শংকর রায়, জেলা খেলাঘর সভাপতি রথীন চক্রবর্তী, সুজয় রায় চৌধুরী ভিকু, শুভ বনিক, রাজিব খান প্রমুখ।
এই বিভাগের আরো খবর