মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

“মানব মুক্তির পূর্বশর্ত নারী মুক্তি” স্লোগান নিয়ে নারী সেলের সমাবেশ

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৭   আপডেট: ১৮ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারী সেল নারায়ণগঞ্জ জেলার উদ্দোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মানব মুক্তির পূর্বশর্ত নারী মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চাষাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সেল নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কৃষ্ণা ঘোষের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নারী সেলের আহ্বায়ক লক্ষ¥ী চক্রবর্তী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় সদস্য মন্টু ঘোষ,বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রিয় সদস্য রীনা আহম্মেদ সহ আরো অনেকে। সমাবেশের শুরুতে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সদস্য শাহানারা বেগম বলেন, শিক্ষায় নারীরা এগিয়েছে ঠিকই কিন্তু নির্যাতিত হওয়ার দিক থেকেও পিছিয়ে নেই তারা। নারীরা পাহাড়ে উঠছে আবার ধর্ষিতও হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল পর্যায়ে নারী ক্ষমতাশীন থাকলেও নারী নিরাপত্তায় তারা কিছু করছে না । এ অবস্থা থেকে উত্তোরনের জন্য নারীকেই সংগঠিত হতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য রীনা আহম্মেদ বলেন, নারী দিবস আমাদের জন্য একটি অর্জন। ঝড়ো আবহাওয়ার মতো বৈরী নারীর জীবন। এ প্রতিকুলতাকে মাথায় রেখেই আমাদের এগুতে হবে। এ সকল প্রতিকুলতার মধ্যে বর্তমান সরকার যে বাল্যববিাহ নিরোধ আইন চালু করেছেন তা মরার ওপর খরার ঘা হয়ে  নারীর ওপর চেপে বসেছে। অন্য যে কোন আইন পাশ হতে ও গেজেট বের হতে দীর্ঘ সময় নেয়, কিনÍু আমরা দেখলাম এ আইন কত দ্রুত ছাড়পত্র পেল । এ থেকেই প্রমাণিত হয় এ সরকার নারী বান্ধব নয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার নারীদের মত নারায়ণগঞ্জের নারীদের কেও শোষন নিপিড়নের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আন্দোলনের স্বর্থে নারীদের সংগঠিত হওয়ার আহ্বান জানেিয় তিনি তার বক্তব্য শেষ করেন। বৈরী আবহাওয়ার কারনে সভা সংক্ষিপ্ত করে ও সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি কৃষ্ণা ঘোষ সভা সমাপ্ত করেন।
এই বিভাগের আরো খবর