মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

না’গঞ্জে ‘দোলপূর্ণিমা’ উদযাপন

প্রকাশিত: ১২ মার্চ ২০১৭   আপডেট: ১২ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা বা দোল পূর্ণিমা নারায়ণগঞ্জে উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষ্যে ১২ মার্চ রোববার সকাল থেকে শহরে বিভিন্ন মন্দিরে আবীরের (রঙ) থালা নিয়ে অপেক্ষা করে সনাতন ধর্মালম্বী নারীরা। পরে তারা মন্দিরে পূজা দিয়ে একে অপরকে আবীরের রঙে রাঙিয়ে দেয়। তাদের প্রত্যাশা আবীরের রঙে রাঙিয়ে যাবে সবার জীবন। একই সঙ্গে দুষ্ট প্রকৃতির মানুষ গুলো ধ্বংস হয়ে যাবে। জানাগেছে, সকাল ৯টায় শহরের দেওভোগ রাধা গোবিন্দ মন্দির থেকে সনাতন সম্প্রদায়ের চৈতন্য মহাপ্রভুর ৫৩০তম আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে নারায়ণগঞ্জ জেলার আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। পরে শোভাযাত্রাটি শহরের বঙ্গবন্ধু সড়কের ম-লপাড়া, নিতাইগঞ্জ, ডালপট্টি, টানবাজার, চাষাঢ়া ঘুরে পুনরায় মন্দিরে দিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জ দেওভোগ রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসকনের সাবেক সভাপতি রঞ্জিত কুমার দাস, ডা. দীলিপ কুমার দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও ইসকন লাইফ মেম্বার মানিক চন্দ্র সরকার প্রমুখ। এদিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণগঞ্জ জিউর আখড়ায় দোল যাত্রা বা গৌর পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মধ্যে সকালে শ্রী কৃষ্ণের চরণে আবীর দেওয়া, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান এবং পূজা অর্চনা করা হয়। সকাল ৯টায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে দোলযাত্রা শুরু হয়। পরে তরুন তরুণীরাও একে অপরকে আবীরের রঙে রাঙিয়ে দেয়।’ মন্দিরে দোলযাত্রা পূজায় অংশ নেওয়া শঙ্করী সাহা বলেন, ‘একে অপরকে অবিরের রঙে রাঙিয়ে দিচ্ছে। এর মানে সকলের জীবন আবিরের রঙের মতো রাঙিয়ে যাক। আমাদের দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসুক। দুষ্ট প্রকৃতির মানুষ গুলো ধ্বংস হয়ে যাক। দুষ্টের দমন হোক।’ নারায়ণগঞ্জের লক্ষী নারায়ণ জিওর আখরা ছাড়াও শহরের নিতাইগঞ্জ বলদেব জিওর আখরা, গলাচিপা এলাকার রাম সীতার মন্দির, গোপীনাথ জিওর মন্দির, শীতলক্ষ্য সত্য নারায়ণ জিওর মন্দির, বঙ্ক বিহারীর মন্দির, ফতুল্লার শীষমহল রাধাগোবিন্দ জিউর বিগ্র মন্দির গুলোতে উৎসবের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মন্ডল বলেন,‘দোল পুর্ণিমাতে আবীর খেলাতেও পরস্পরের মধ্যে সৌহার্দ্য ভাব গড়ে উঠে। একে অপরকে আবীর রাঙিয়ে শ্রদ্ধা ভক্তি জাগ্রত হয়। এটা মানুষে মানুষে সম্প্রীতিও গড়ে তোলে।’
এই বিভাগের আরো খবর