শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কভার্ডভ্যান জব্দ

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭   আপডেট: ৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে বন্দর উপজেলার লক্ষনখোলা এলাকা থেকে ৫’শ বতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২২৯৭) জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তাররা হলো- কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ছুফুয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে ড্রাইভার আবুল হোসেন (২৬),  কুমিল্লার সদর দক্ষিন থানার আলেকের তুলাতুলি গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. খলিল (৩০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার পাতাকাটা এলাকার মোবারক মিয়ার ছেলে মো. অলি (৩৬)। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বন্দরের দক্ষিন লক্ষখোলা মাদ্রাসা বাসষ্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা শাখার বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করে হলুদ রংয়ের ছোট কভার্ডভ্যান থেকে ৫‘শ বোতল উদ্ধার করা হয়। এসকল ফেন্সিডিল কাভারর্ডভ্যানের মাধ্যমে বিশেষ কৌশলে আনা নেয়া করা হতো। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এসআই মাজহারুল ইসলাম, এসআই আবু সায়েম, এসআই মিজানুর রহমান ও এএসআই প্রকাশ চন্দ্র সরকার। কালে/এস/এস
এই বিভাগের আরো খবর