বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

নেতাকর্মীরদের বিচলিত না হতে ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন বাদল

প্রকাশিত: ১২ মে ২০১৭   আপডেট: ১২ মে ২০১৭

ডেস্ক সংবাদ (যুগের চিন্তা ২৪ ডটকম) : তৃতীয় পক্ষের ইন্ধনে নেতাকর্মীরদের বিচলিত না হতে ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও আইনজীবি নেতা এডভোকেট খোকন সাহা কর্তৃক গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নিয়ে একটি মহল গোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠেছে। এ বিষয়ে দ্যর্থহীন কন্ঠে বলতে চাই, জাতীয় ও স্থানীয় রাজনীতির বহু চড়াই উৎড়াই পার করেছি, অনেক রক্তচক্ষু আর  মামলা হামলাকে রাজনীতির অলংকার হিসাবে গায়ে জড়িয়েছি। প্রাচ্যের ডান্ডির নারায়ণগঞ্জের বিদ্যাপিঠ সরকারী তোলারাম কলেজের লাখো শিক্ষার্থী ও সাধারন মানুষের ভালোবাসা, সন্মান আর শিক্ষাগুরুদের স্নেহ, শুভাশীষ জীবনের পাথেয় হয়ে আছে। রাজনৈতিক জীবনে কোন প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সাথেও আমার কখনও ব্যক্তি বা সামাজিক ভাবে বৈরীতা হয়নি।  শুক্রবার বিকেলে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ সব কথা বলেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, এডভোকেট খোকন সাহা শুধু আমার রাজনৈতিক সহযোদ্ধাই নন। আমরা দুজনই ঘনিষ্ট বাল্যবন্ধু। গত ১১ মে বিভিন্ন গণমাধ্যমে আমার বন্ধু এড খোকন সাহা ও আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, আমি মনে করি তা প্রকৃত ঘটনা নয় বা সত্য নয়। বরং কোন তৃতীয় পক্ষের ইন্ধনে আমাদের ইস্পাতসম রাজনৈতিক গাট-বন্ধনকে ক্ষতিগ্রস্থ করতে সত্যের অপলাপ ও অতিরঞ্জন করা হচ্ছে। আমাকে উদ্দেশ্য করে এডভোকেট খোকন সাহার মুখ থেকে যেসব অনুভিপ্রেত, অসামঞ্জস্য উক্তি প্রকাশ পেয়েছে তা আদৌ এডভোকেট খোকন সাহার মুখ থেকে আমাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল কিনা তাতে আমার বিস্তর সন্দেহ রয়েছে। কারন, এডভোকেট খোকন সাহা তার কালী বাজারস্থ চেম্বারে  গণমাধ্যমের কাছে যেসব বক্তব্য দিয়েছেন সেখানে আমার বা কারো নামই সরাসরি বলেননি। এডভোকেট খোকন সাহার মত বিচক্ষন ও সিনিয়র রাজনৈতিক নেতার মুখ থেকে,  বিশেষ করে একজন বাল্যবন্ধরু মুখ থেকে এমন উক্তি বা কথা বের হয়েছে বলে মনে করি না এবং বিশ্বাস করতেও চাই না। আমার দৃঢ় বিশ্বাস কোন তৃতীয় পক্ষের ইন্ধনেই এসব করা হচ্ছে। যে মুহূর্তে জনগনের ভালোবাসা নিয়ে নৌকার বিজয় আগামীতেও সুনিশ্চিত, সে মুহূর্তে দলের সাংগঠিক ভীতকে দুর্বল করে দেয়া ও দলের ইমেজ ক্ষুন্ন করে বিরোধী রাজনৈতিক দল ও প্রতিপক্ষের হাতে সমালোচনার খোড়াক তুলে দেওয়ার মত বোকামী খোকন সাহা কখনই করতে পারেন না। নারায়গঞ্জবাসী জানেন এডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল কখনও অন্যায়ের কাছে মাথা নত করে নাই। কোন হুমকি বা রক্ত চক্ষুকে ভয় পায়নি। কোন তৃতীয় পক্ষ যদি মনে করে এমন বায়বীয় হুমকি ধামকি আর অনভিপ্রেত বক্তব্য ছড়িয়ে আমাকে বা আমাদের দলের নেতাকর্মীদের বিচলিত করা যাবে, তবে তারা বোকার রাজ্যে বসবাস করছেন । ওই তৃতীয় পক্ষ ভুলে গেছেন, এই নারায়নগঞ্জ আমাদের জন্মস্থান, আমার পিতা-মাতামহরা এখানে ঘুমিয়ে আছেন। তাই নারায়ণগঞ্জের শান্তি প্রিয় মানুষ আর আমার দলের নেতাকর্মী সমর্থকরাই আমার প্রধান ও একমাত্র শক্তি। জননেএী শেখ হাসিনার প্রকৃত কর্মীরা কখনও বিভেদ বিশ্বাস করেন না। আমরা জননেএী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকবো। আমি এ ব্যাপারে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিচলিত ও কোন গুজবে কান না দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি গণমাধ্যমের বন্ধুদের ও আহবান জানাচ্ছি, আপনারও এই তৃতীয় পক্ষের ইন্ধনকে উন্মোচিত করুন, নেপথ্যের সত্যকে আলোতে তুলে আনুন।
এই বিভাগের আরো খবর