শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের নির্মূলের সহজ কোন সূত্র নেই : অতিঃ পুলিশ সুপার (অপরাধ)

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৪ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ কম : অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ মতিয়া রহমান বলেছেন,  সামাজিক  ও পারিবারিক সচেতনতার মাধ্যমেই জঙ্গীবাদ ও মাদক নির্মূল সম্ভব। কেননা শরীর ও মন নিয়েই মানুষ। শরীরে চিকিৎসার পাশাপাশি মানসিক বিকাশের জন্য শিশুদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের নির্মূলের সহজ কোন সূত্র নেই। আলোর তরী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস জঙ্গী ও মাদক নির্মূলে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোর তরী ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আক্তার আলী শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহ্বাজ আবু জাফর মোহাম্মদ টিপু, নারায়ণগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, ১৭ নং ওয়ার্ড কমিশনার আব্দুল করিম বাবু, ইসলামী ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানে আগত ১০ম শ্রেণীর শিক্ষার্থী আসিফ তার বক্তব্য বলেন, তরুণদের মাদকাসক্ত হওয়ার মূল কারণ স্কুলের বন্দী জীবন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন একেকটি জেলখানা। ৬/৭ ঘণ্টা ক্লাস শেষ করে ২/৩ ঘণ্টার কোচিং। যার ফলে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে থাকতে পারে না। শিক্ষার সঠিক পরিবেশ ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমেই এ সমস্যার দূর করার সম্ভব। সভাপতির বক্তব্যে আক্তার আলী শাহীন পুলিশের প্রশংসা করে বলেন, জঙ্গীবাদ নির্মূলে বাংলাদেশ পুলিশ সমগ্র বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৩ সালের একজন নীরিহ ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পরে প্রয়াত এক সাংসদ ফোন দিলে পুলিশ তাঁকে জানান ওই ছেলেকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরবর্তীতে মাত্র এক ঘণ্টার মধ্যেই মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে ওই ছেলে মুক্তি পেয়ে চলে আসে। পুলিশের এমন দু’একজন অসৎ সদস্যর জন্য পুরো পুলিশ বাহিনীকেই পুলিশ বাহিনীর সম্মানহানী হয়। ই-হক কোচিংয়ের সার্বিক সহায়তায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ মাহবুবুর রহমান। শিমুল/এস/এস
এই বিভাগের আরো খবর