শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

আড়াইহাজারে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষককে মারধর

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যালয়ে পঞ্চম এক ছাত্রীকে শ্লীলতাহানী করার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া (৫৫) কে ওই ছাত্রীর স্বজনরা রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। শনিবার সকালে ৬০ নং পাঠানেরকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। আহত শিক্ষক শাহজাহান মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। গোপালদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ক্লাস চলাকালিন সময়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ের শিক্ষিকা আনোয়ারার কথায় অফিস রুমে ডাস্টার রেখে আসতে যায়। ওই সময় অফিস কক্ষে ছাত্রীকে একা পেয়ে জোর করে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায় প্রধান শিক্ষক শাজাহান মিয়া। ওই ছাত্রী শিক্ষকের হাত থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে ঘটনাটি বলে দেয়। এ ঘটনার পরপরই  প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে পালিয়ে যায়। ছাত্রীর আত্মীয় স্বজন বেশ কয়দিন ধরে প্রধান শিক্ষক শাজাহানকে বিদ্যালয়ে খোঁজাখুজি করে যায়। শনিবার সকালে ক প্রধান শিক্ষক শাজাহান বিদ্যালয়ে আসেন। খবর পেয়ে ওই ছাত্রীর চাচা দেলোয়ার হোসেন লোহার পাইপ নিয়ে এসে ছাত্র-ছাত্রীদের সামনে প্রধান শিক্ষককে মারধর করে  হাত-পা ভেঙ্গে দেয়। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন এসে প্রধান শিক্ষককে মূমূর্ষূ অবস্থায় উদ্ধার করে মাধবদী মেমোরী হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এইচ/আড়াই/এস/এস
এই বিভাগের আরো খবর