শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মৃত্যুর পরও বেঁচে থাকার জন্য মহৎ কাজ করলে হতাশা আসবেনা : জেলা প্রশাসক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ৮ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, মানুষ যখন স্বপ্ন দেখতে ভুলে যায় তখন জীবনের প্রতি হতাশ হয়ে তারা আত্মহত্যা করে। জীবনের মহৎ কাজ গুলোর মাধ্যমে আমরা যদি মৃত্যুর পরেও বেঁচে থাকার জন্য কাজ করি তাহলে জীবনে হতাশা আসবেনা। শনিবার সকালে স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ‘ আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি, Depression Let`s talk' এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক ও, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. নিতিশ কান্তি দেবনাথ, এইড বাংলাদেশ সংস্থার চেয়ারম্যান আনিসুজ্জামান পবন ও পরিচালক মো. নাজিমুল ইসলাম সোহাগসহ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে। এ সময় বক্তারা বিষণœতার কারণ ও তা থেকে মুক্তির উপায় নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। জেলা প্রশাসক রাব্বি মিয়া আরো বলেন, ২০০৪-৫ সালের দিকে আমি যখন জাপানে পড়াশুনা করতে যাই তখন দেখেছি তারা সেখানে প্রতিটি সেকেন্ডকে কেমন করে মূল্যায়ণ করে। পৃথিবীর মধ্যে এতো উন্নত একটা দেশ  হওয়া সত্বেও তারা দলগত ভাবে আত্মহত্যা করে। এর কারণ কিন্তু চাহিদার সাথে প্রাপ্তির ঘাটতি নয় বরং তারা এতটাই উন্নত যে, তাদের কিছু করার নেই ।  কোন কিছুর ঘাটতি নেই বলে তারা স্বপ্ন দেখতে ভুলে যায়, আর জীবনের প্রতি হতাশ হয়ে তারা আত্মহত্যা করে। এসময় তিনি উপস্থিত  নার্সদের উদ্দ্যেশ্যে বলেন, পৃথিবীতে নার্সদের ভূমিকা অনেক বেশি । এক সময় নার্সদের দেখলে ভালো লাগতো, মনে সম্মান জাগতো, কিন্তু  এখন আর সম্মান জাগেনা। এসময় তিনি এই পেশাটাকে  মহান একটি পেশা  হিসেবে নেয়ার অনুরোধ জানিয়ে হতাশা দূরীকরনে নার্সদের ভুমিকার কথা স্মরণ করিয়ে দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মাজহারুল ইসলাম, ডব্লিও এইচ ও মেডিকেল অফিসার  ডা. ফারহানা রহমান , এড. নুরজাহান মহিলা সদস্য জেলা পরিষদ,আমিনুল হক সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সিভিল সার্জন অফিস , ডা. জি এম জব্বার চিশতী নির্বাহী পরিচালক কল্যাণী সেবা সংস্থা ,ও নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক  রাহিমা আক্তার লিজা। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগে কাজের স্বীকৃতি স্বরুপ বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার ও নগর স্বাস্থ্য নিয়েকাজ করায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারিকে শ্রেষ্ঠ সংস্থা হিসেবে  এবং পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য বেসরকারী উন্নয়ণ সংস্থা এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক হাবিবুর রহমানকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারী সংগঠক হিসেবে সম্মাননা পদক প্রদান করেন। আলোচনা সভার পুর্বে জেলার স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি বর্গদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়।
এই বিভাগের আরো খবর