শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে গনসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ১ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডট কম : অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দেলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিকুল সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অঞ্জন দাস, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, জেলা ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক শুভ দেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশের সভাপতি তরিকুল সুজন তার বক্তব্যে বলেন, সরকারের এই অযৌক্তিক গ্যাসের দাম বৃদ্ধি সাধারন জনগণ মেনে নেয়নি তা এই হরতালের মধ্য দিয়ে প্রমান হয়েছে। আগামী ১৫ই মার্চ গণতান্ত্রিক বামমোর্চা ডাকে জ¦ালানী মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি এভাবেই জনগণ সফল করবে। ছাত্র ফেডারেশন সহ-সাধারণ সম্পাদক শুভ দেব বলেন, একদিকে জনগণ গ্যাস পাচ্ছে না অন্যদিকে কিছু অসাধু এলপিজি গ্যাস ব্যবসায়ী স্বার্থে সরকার গ্যাসের দাম বৃদ্ধি করছে। সরকারের এই অগণতান্ত্রিক  সিদ্ধান্ত ছাত্র সমাজ মানে না। নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম বলেন, বাসা বাড়িতে গ্যাস পাওয়া যায় না । নারীরা ভোরে উঠে রান্নাবান্না করে , সরকার এই গ্যাস সংকট নিরসন না করে আবারও গ্যাসের দাম বৃদ্ধি করতে চাচ্ছে। গার্মেন্টস্ শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস বলেন, সরকার যদি এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে শ্রমিকসহ সর্বপরি সকল মানুষকে নিয়ে গণসংহতি আন্দোলন কঠোর আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে সঞ্চালনা করেন জেলার পরিচালনা কমিটির অন্যতম সদস্য আরিফ হোসেন নয়ন।
এই বিভাগের আরো খবর