শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

কবি ওয়াহিদ রেজাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ : রোববার(২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ওয়াহিদ রেজার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে আসা হয়। এসময় নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, খোরশেদ আলম খন্দকার ও কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও  নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাসদ, নারায়ণগঞ্জ জেলা ডেন্টাল এ্যাসোসিয়েশন, কমিউনিস্ট পার্টি, ড্যাফোডিল, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, ঐকিক থিয়েটার, ক্রান্তি খেলাঘর আসর, জেলা সাংবাদিক ইউনিয়ন, সাপ্তাহিক বিষের বাঁশি, ছাত্র ইউনিয়ন, নারায়ণগঞ্জ কবিতা পরিষদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদসহ তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্খীরা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তার মৃতদেহ দাফনের উদ্দেশ্যে  নারায়ণগঞ্জ পৌর গোরস্থানে নিয়ে যাওয়া হয়। এক শোক বার্তায় কবি ওয়াহিদ রেজার প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ ডেন্টাল এসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং কর্মসূচী হিসেবে এসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল ডেন্টাল চেম্বার আজ দুপুর ১২টা থেকে বন্ধ রাখার কথা জানানো হয়।
এই বিভাগের আরো খবর