বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

দেওভোগে ওয়াসা কর্তৃপক্ষের উদাসিনতায় দূর্ভোগ পিছু ছাড়ছেনা

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭   আপডেট: ২৭ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডট কম : নগরীর দেওভোগ পানির ট্যাঙ্কী এলাকায় ওয়াসা কর্তৃপক্ষের সংস্কার কাজের পরও দূর্ভোগ পিছু ছাড়ছেনা এলাকাবাসীর। গত  ৩ মাস  আগে পানি সরবরাহের জন্য এই এলাকার সড়কটি খুড়তে গিয়ে ওয়াসা কর্মীদের ভুলে প্রধান লাইন সহ ৩টি সার্ভিস লাইন কাটা পড়ে যায়। আর এই কাটাপড়া পাইপ দিয়েই মাসের পর মাস অপচয় হচ্ছে লক্ষাধিক লিটার পানি। ফলে প্রবাহিত এই পানিতে সড়কটির বিভিন্ন স্থানে গভীর গর্তসহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আর এতে করে নানা দূর্ঘটনা ও যানজটের কবলে পড়ে দুঃসহ সময় পার করছে স্থানীয়বাসিন্দা সহ প্রায় অর্ধ লক্ষ পথচারি। অথচ এই বেহাল সড়কটির পাশেই স্থানীয় ওয়াসা কার্যালয় থাকলেও এ নিয়ে দায় এড়াচ্ছে তারা। এর আগে দৈনিক যুগের চিন্তা পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যম যুগের চিন্তা ২৪ ডট কম এই দূর্ভোগটি বেশ ফলাও করে তুলে ধরে। এরপর তরিগরি করে ওয়াসা কর্তৃপক্ষ মূল পাইপ সংস্কার করলেও সংস্কার করা হয়নি সার্ভিস লাইন গুলোর। ফলে লাগব হয়নি এই নাগরিক দূর্ভোগের। আর সড়কটির সংস্কারে ওর্য়াড কাউন্সিলরও নিচ্ছেনা কোন উদ্যোগ। ফলে জনপ্রতিনিধির কাছে প্রাপ্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এ ব্যাপারে ১৪ নং ্ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান জানান, তিনি নিজে নাসিক মেয়রকে বিষয়টি অবগত করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের সাথেও কথাবলেছেন। খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলেও তিনি জানান। এ বিষয়ে  নারায়ণগঞ্জ ওয়াসা নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আরেক কর্মকর্তা ফজিলাখাতুনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এই বিভাগের আরো খবর