শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

রাজাকারের ছেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতা হয়েছে : শামীম ওসমান

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭   আপডেট: ২৪ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হলো ফরজ কাজ। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আমি শামীম ওসমান কখনো এমপি হতে পারতাম না। বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের চেয়ে রাজাকারদের সম্মান বেশি ছিল। এ দেশের রাজাকার গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিল জিয়াউর রহমান। নারায়ণগঞ্জের  বেশ কিছু পত্রিকার মালিক হয়েছে রাজাকারের সন্তানরা। রাজাকারের ছেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বন্দর সমরক্ষেত্র মাঠে মহান স্বাধীনতা দিবস ২০১৭ উপলক্ষে এমপি সেলিম ওসমান কর্তৃক আয়োজিত সদর ও বন্দর উজেলার বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ আসনের এমপি সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা বাবলি, নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভূমি কমিশনার নাহিদ সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর ও ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম প্রমুখ। শামীম ওসমান আরো বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এখনো অভিমান করে সনদপত্র নেয়নি। ২০০১ সালের ১৬ জুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বোমা হামলা করা হয়েছিল। আমাকে হত্যা করা জন্য চাষাড়ায় বোমা হামলা করেছিল। সে হামলায় আমার বন্ধু চন্দন শীল তার পা হারিয়েছে। আমার পিতাকে সম্মান না করেন অসম্মান করবেন না। বাংলাদেশকে স্বাধীন করার জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। নারায়ণগঞ্জে রাজাকারদের কোন স্থান নেই। উন্নয়নের করতে সরকার লাগেনা। আমার ভাই সদর ও বন্দরে তার নিজেস্ব তহবিল থেকে ১১টি স্কুল র্নিমান করেছে। জিএস/এস/এস
এই বিভাগের আরো খবর