শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫ শিবির কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ মে ২০১৭   আপডেট: ১৮ মে ২০১৭

ডেস্ক সংবাদ (যুগের চিন্তা ২৪ ডটকম) :  জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনা, পাওয়ার হাউজ, রেলপথ, টেলি যোগাযোগ স্থাপনা, যানবাহন, রাষ্টায়াত্ত্ব তেলের ডিপোসহ বিভিন্ন স্থাপনায় ধ্বংসাত্বক ও নাশকতামূলক কর্মকান্ড করার পরিকল্পনার অভিযোগে ৫ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জিহাদী বইও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ভুইগড় জোড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, ভুইগড় জোড় পুকুরপাড় এলাকার সাহাবুদ্দিনের ছেলে সোহেল (২৮), একই এলাকার মৃত আলাচাঁন মেম্বারের ছেলে আইয়ুব আলী (৪৫), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউসিয়া এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে মো: ইয়ার আলী (২৮), ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার মৃত আহাম্মদ ভুইয়ার ছেলে খোরশেদ ভূইয়া (৪৮) ও একই এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে মাঈন উদ্দিন বেপারী (৪৮)। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) কামাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গেপ্তার করা হয়। এরা প্রত্যেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরো খবর