বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

খন্ড খন্ড মিছিলে শহর জুড়ে তীব্র যানজট, ভোগান্তীতে নগরবাসী

প্রকাশিত: ১৭ মে ২০১৭   আপডেট: ১৭ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হচ্ছে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ দিবসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলোর আয়োজনে নারায়ণগঞ্জের ২ নং রেল গেট সংলগ্ন আওয়ামীলীগের পার্টি অফিসে সমাবেশ ও র‌্যালি ও শোভা যাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নিতে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন গলি পদ্রিক্ষন করে সমাবেশে উপস্থিত হয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে পুরো শহরে সৃষ্টি হয় যানজটের। দুপুরের পর থেকেই চাপ পড়েছে নিতাইগঞ্জ, লঞ্চ টার্মিনাল সড়ক, ২নং বেল গেইট, চাষাড়া, কালিবাজার, মেট্রো ও খানপুর। এতে ভুগান্তিতে পড়েছে নগরবাসী। তাছাড়া এই সমাবেশকে কেন্দ্র করে আগে থেকে কোন নির্দেশনা না থাকায় এই সড়ক ব্যবহারকারীরা পড়েছে বিপাকে। অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়তি ঝামেলা পোহাচ্ছে। তাছাড়া কালিবাজারের ওই সড়কটি মূলত একদিকে চলাচলের জন্য। কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে এই অপ্রশস্ত সড়কেই দুমোখি চলাচল করছে গাড়ি। এতে তীব্র জানযটের মুখে পড়েছে নগরবাসী। উপরন্তু শোডাউনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মীরা আসায় দেখা দিয়েছে যানবাহন সংকট। নারায়ণগঞ্জের পাগলা, আলীগঞ্জ, ফতুল্লা, জালকুড়ি, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ থেকে আসছে নেতাকর্মীরা। যার দরুণ ওই অঞ্চলের সাধারণ মানুষ তাদের নির্বিঘেœ যাতায়াত ব্যহত হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে কিছু পথচারী। প্রাইভেট কার নিয়ে চলাচলকারী জামিল আহমেদ জানান, হঠাৎ জানতে পারি এই সড়কে সমাবেশ। এতে আমি গাড়ি অন্যপথ দিয়ে নিয়ে যাই। এই যে আমার মতো অনেকেরই এই বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এই বিভাগের আরো খবর