শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

আড়াইহাজারে সবজি বাজারে চরম অস্থিরতা

প্রকাশিত: ১৬ মে ২০১৭   আপডেট: ১৬ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজারে সবজি বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। এক সাপ্তাহ ধরে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সবজি কিনতে এসে অনেকেরই নাভীশ্বাস অবস্থা হয়ে যাচ্ছে। সবজির বাজারে অস্থিরতাকে ব্যবসায়ীরা ভারী বর্ষণকে দায়ী করছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় ভাবে কিছু সবজির উৎপাদন হলে, একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা পাইকারী কিনে নিয়ে সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করছেন। এতে করে কম মূল্যে সবজি ক্রয় করতে পারছেনা নিম্ম আয়ের ক্রেতারা। মঙ্গলবার সকালে আড়াইহাজার পৌরসভা বাজারে গিয়ে জানা গেছে, মৌসুমী বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকায়।এতে আগের তুলনায় বিক্রিও কমে গেছে। আড়াইহাজার পৌরসভার রুহুল আমিন বলেন, সবজির বাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। প্রতিদিন আমার পরিবারে দুই কেজি সবজির প্রয়োজন হয়। এখন সবজির দাম বেশি হওয়ায় আমাকে এককেজী সবজি দিয়েই চালাতে হচ্ছে। স্থানীয় পর্যায়ে ঢেঁরস উৎপাদন হওয়ায় দাম একটু কম। তবে কচুঁরলতি ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, বটবটি ৫০টাকা, টমেটো ৬০টাকা, করলা ৬০টাকা। একটি মাঝারি আকারের মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০টাকায়। অনেকে বলেছেন, আর কয়েক দিন পরেই রমজান মাস। বাজার মনিটরিং করা না হলে ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কেটে নিবে। অতিরিক্ত দাম হাকালে অনেকের পক্ষেই পণ্য দ্রব্য ক্রয়করা সম্ভব হবে না। ক্রেতাদের দাবী, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ করা। তাহলে নিত্যপণ্যের দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে থাকবে।
এই বিভাগের আরো খবর