বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

আলীগঞ্জে মাদ্রাসা ছাত্র মোসাদ্দিককে হত্যা চেষ্টা, থানায় মামলা

প্রকাশিত: ১৫ মে ২০১৭   আপডেট: ১৫ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : আলীগঞ্জে মাদ্রাসা ছাত্র মোসাদ্দিককে হত্যা চেষ্টার ঘটনায় আল আমিনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। জামিয়া কোরআনিয়া ইমদাদিয়া মাদ্রসার  অধ্যক্ষ শহিদুল ইসলাম বাদী হয়ে সোমবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন(মামলা নং-৫৪)। গত বছর জুলাই মাসে জামিয়া কোরআনিয়া ইমদাদিয়া মাদ্রসায় ভর্তি হয় আল-আমিন (১৮)। মাদ্রাসার  দ্বিতীয় তলায় তার থাকার ব্যবস্থা করা হয়।  উল্লেখিত মাদ্রাসায় ভর্তি হওয়ার পর বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে ছাত্র আল-আমিন। এ কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে গত ৫ এপ্রিল মাদ্রসা থেকে বহিস্কার  করে। পরে তাকে মাদ্রাসার আবাসিক হল থেকে বের করে দেয়া হয়। গত ১০  মে বহিস্কৃত ছাত্র আল -আমিন কৌশলে দুপুরে মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। এসময় মাদ্রাসার আবাসিক রুমে  ঘুমাচ্ছিল  মোসাদ্দিক বিল্লার নামের এক ছাত্র।  এই সুযোগে আল-আমিন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে  মোসাদ্দিক বিল্লাহ’র উপর হামলা করে। মোসাদ্দিক ধারালো অস্ত্র ফিরাতে গেলে তার হাত কেটে যায়। পরে মাদ্রাসার ছাত্রদের সহযোগীতায় মুসাদ্দিককে খানপুর হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় উল্লেখিত মাদ্রসার অধ্যক্ষ শহিদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আল-আমিনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আল আমিন নড়াইল থানা ও জেলার ফুলেশ্বর গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর