শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

নাসিকের টোল আদায়ের প্রতিবাদে মালিক-শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ মে ২০১৭   আপডেট: ১৩ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দরে বেবী-সিএনজি ও ব্যাটারি চালিত ইজিবাইক হতে সিটি কর্পোরেশনের টোল আদায়ের প্রতিবাদে বেবী-সিএনজি ও ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক জোটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১টায় বন্দর বেবীস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। বন্দর ১নং খেয়াঘাট হইতে বন্দর বাজার অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার অফিস পর্যন্ত ও ১নং খেয়াঘাট হইতে দক্ষিনে স্কুল গুদারাঘাট পর্যন্ত বেবী-সিএনজি,আটোরিক্সা প্রতি ১৫ টাকা করে টোল আদায় করতে নাসিকের অনুমোদন দেয়ায় বেবী-সিএনজি মালিক-শ্রমিক জোটের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদসভায় বক্তারা বলেন, আমাদের এই স্ট্যান্ডটি ছিল একটি গর্তের মধ্যে খুব অল্প যায়গায় তৎকালীন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের আর্থিক সহযোগিতায় বালু দিয়ে ভরাট করে এই স্ট্যান্ডটি বৃদ্ধি করা হয়। পর্যায়ক্রমে এমপি সেলিম ওসমানের আর্থিক সহযোগিতা এবং আমাদের মালিক-শ্রমিক সমিতির অর্থায়নে তিলে তিলে গড়ে উঠা এই বেবীস্ট্যান্ড। আমাদের স্ট্যান্ড বৃদ্ধি ও সুন্দর্য বর্ধনে সিটি কর্পোরেশনের কোন ধরনের উন্নয়নের সহযোগিতা আমরা পাইনি। তাই আমাদের সাথে কোন আলোচনা না করে  আমাদের উপর অন্যায়ভাবে কোন টোল চাপিয়ে দিবেন না। কাউকে না জানিয়ে কোন টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ব্যাক্তি বিশেষ কে সুবিধা দিতে আমাদের উপর জুলুম করবেন না। আমরা খেটে খাওয়া মানুষ কোন জুলুমবাজ কে ভয় করি না। আমরা অবিলম্বে এই অবৈধভাবে দেয়া টোল আদায়ের কর্যক্রম বাতিলের দাবী জানাচ্ছি। অন্যথায় বন্দরের সকল বেবী-সিএনজি,অটোরিক্স মালিক-শ্রমিকজোটের পক্ষ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হব। বেবী-সিএনজি মালিক সমিতির সভাপতি ফিরোজ আল মুজাহিদ দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,বাতেন মিয়া মোঃ আসলাম, লিয়াকত হোসেন,মোঃ নজির,বেবী-সিএনজি শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহ্ আলম,সহ-সভাপতি আসাদ,দীন ইসলাম,রোমান,রাজু আহমেদ,মোঃ সুজন,ব্যাটারি চালিত ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ আরিফ জামান,শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন মোঃ আলতাফ সরকার,রশিদ মিয়া মোঃ জাফর প্রমুখ।
এই বিভাগের আরো খবর