শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সাহসীকতা ও শারিরিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই : এডিশনাল আইজি

প্রকাশিত: ১৩ মে ২০১৭   আপডেট: ১৩ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ) নওশের আলী (পিপিএম) বলেছেন, একজন সৈনিককে দু:সাহসিক ও শারিরিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তবেই কর্মে গতি এবং প্রতিযোগিতায় সফলতা অর্জনে সহায়ক হবে। শনিবার (১৩ মে) বিকালে সোনারগাঁয়ের কাঁচপুরে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ কর্তৃক আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহা পরিদর্শক (ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ) নওশের আলী (পিপিএম) এর সহধর্মীনী মিসেস আসমা নওশের, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, এডিশনাল ডিআইজি (ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ) সাইদুর রহমান প্রমূখ। এডিশনাল আইজি নওশের আলী আরো বলেন, উন্নত দেশ গঠনে শিল্প পুলিশ সদস্যসহ সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পুলিশ সদস্যদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী বলেন, ব্রিটিশ শাসনামল থেকে ব্যবসা বাণিজ্যে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ন স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের শিল্প কারখানা গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। এসব শিল্প কারখানার শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে শিল্প পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেই তা সম্ভব হচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, বিকেএমইএ’র পরিচালক আলহাজ্ব মজিবুর রহমান, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্ধসহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। দুপুর থেকে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর