শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

মে দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ ও লাল পতাকা মিছিল

প্রকাশিত: ১ মে ২০১৭   আপডেট: ১ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : মহান মে দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শহরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯ টায় ২নং রেল গেইটে সৈয়দ আলী চেম্বার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাড়ে ১১টায় একটি লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এর শীর্ষ নেতা জাহিদুল হক মিলু। আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম, এ, মিল্টন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জাহাঙ্গির আলম গোলক, এম এ মিল্টন, এস এম কাদির, সইফুল ইসলাম শরীফ। কমরেড জাহেদুল হক মিলু বলেন, আজ থেকে ১৩১ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘণ্টা কর্মদিবসের আন্দোলনের নেতা আগস্ত,স্পাইজ,এঞ্জেলস,পিসারসহ নেতাদের হত্যা করা হয়েছিল । মালিক এবং সরকার ভেবেছিল ফাঁসি দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে । কিন্ত ন্যায্য দাবিতে গড়ে ওঠা আন্দোলন হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। এ আন্দোলন ছড়িয়ে পড়েছিল পৃথিবীর দেশে দেশে। পরবর্তিতে ১৮৮৯ সালে ফ্রেডেরিক এঙ্গেলসের নেতৃত্বে ‘দ্বিতীয় আন্তর্জাতিকের প্যারিস কংগ্রেসে’ পহেলা মে আন্তর্জাতিক বিক্ষোভ দিবস পালনের সিদ্ধান্ত হয়। তিনি আরো বলেন, বর্তমান বাজারদর হিসেব করলে ১৫ হাজার টাকার নিচে মজুরি কোন ভাবেই ন্যায্য হতে পারেনা।একটা দেশের অর্থনীতি শক্তিশালি হয় শ্রমিকের শ্রমে ঘামে।বাংলাদেশের জিডিপি প্রতি বছর বাড়ছে। গত বছর ছিল ১৮ লাখ কোটি টাকা ,সরকার বলছে এবার তা হবে ১৯ লাখ টাকারও বেশি। মাথাপিছু আয় বেড়ে এখন ১৪৬৬ ডলার হয়েছে।তাহলে ৫ সদস্যের পরিবারের মাসিক আয় কত?তাদের বেঁচে থাকবার মত মজুরি নেই বলে,মে দিবসের ১৩১ বছর পরেও শ্রমিকদেও আট ঘণ্টা কাজের পরেও ওভার টাইম করতে বাধ্য হতে হচ্ছে।শ্রমিকের মজুরি বাড়ছেনা,বাড়ছে মালিকের মূনাফা।ফলে সমাজে বাড়ছে বৈষম্য। নেতৃবৃন্দ মে দিবসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০০ টাকা, আট ঘণ্টা কাজ, ট্রেড ইউনিয়ন অধিকার, রেশন, চিকিৎসা, বাসস্থানের আন্দোলন শক্তিশালী করার জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর