শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

নগর ভবনে ”বিশ্ব টিকাদান সপ্তাহ ২০১৭ উপলক্ষে” এডভোকেসী ওয়ার্কসপ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ৩০ এপ্রিল ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : ”বিশ্ব টিকাদান সপ্তাহ ২০১৭ উপলক্ষে” নারায়নগঞ্জ সিটি-কর্পোরেশনের সম্মেলন কক্ষে এডভোকেসী ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। “টিকা শিশুর জীবন বাচায়” এই প্রতিপাদ্য নিয়ে এ এডভোকেসী ওয়ার্কসপের আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সার্বিক সহযোগীতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নারায়নগঞ্জ সিটি-কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা: এস এম নাসিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ডা: শাহনেওয়াজ চৌধুরী (সভাপতি, বিএমএ), নাসির উদ্দিন (পরিবার পরিকল্পনার, উপ-পরিচালক), ডা: মো: নুরুল ইসলাম (সভাপতি, প্রাইভেট প্রেক্টিস এ্যাসোসিয়েশন),  ডা: ফারানা রহমান (সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার) নাসিক মহিলা কাউন্সলার শারমীন হাব্বি বিন্নী, মিনোয়ারা বেগম, রেহানা পারভীন, আফসানা আফরোজ বিভা, শিউলি হাওলাদার, ইসরাত জাকিয়া, মোর্সেদা আক্তার, মনোয়ারা বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন- জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ জেলা ইপিআই সুপার, জেলা স্বাস্থ্য তত্বাধায়ক। সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আমিনুল হকের সঞ্জালনায় টিকাদান কর্মসূচীর বিভিন্ন পদ্বতির উপস্থাপন করেন ডা: ফারানা রহমান। এসময় এস এম নাসিম তার বক্তব্যে বলেন, বিনামূল্যে পাওয়া টিকাগুলো যাতে নষ্ট না হয় এ ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রতিটা শিশুর মা যেন ফোন করে সেবা পেতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সকল স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষনের আওতায় আনতে হবে। সর্বোপরি দলগতভাবে অংশগ্রহন ও আন্তরিকতার সাথে কাজ করার মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। নারী কাউন্সিলর শারমীন হাব্বি বিন্নী বলেন, মাইকিং করে যেন টিকার বিষয়ে মহিলাদের বুঝানো হয়। এছাড়া ও উপস্তিত সকলেই তাদের বক্তব্যের মাধ্যমে নিজস্ব পরামর্শ উপস্থাপন করেন।
এই বিভাগের আরো খবর