শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ২৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (সোনারগাঁ) : শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত বিথী ফ্যাশন নামের একটি তৈয়ারী রপ্তানীমূখী পোশাক কারখানার সামনে বুধবার বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী শ্রমিকরা। শ্রমিকরা জানান, উপজেলার পিরোজপুরে অবস্থিত বিথী ফ্যাশন নামের একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ প্রায় অর্ধশতাধিক শ্রমিককে গত ৩ মাসের বেতন না দিয়ে ছাটাই করে। এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কারখানার অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে গতকাল বুধবার চাকুরিচুত্য শ্রমিকরা একত্রিত হয়ে কারখানার ফটকের সামনে বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেন। বিথী ফ্যাশনের কোয়লিটি ইনচার্জ শহিদুজ্জামান ও ফিনিশিং সুপারভাইজার আল আমিন বলেন, এ পোশাক কারখানায় ২শ ৫০ জন শ্রমিক কাজ করেন। মালিক পক্ষ কোনো নোটিশ না দিয়ে ফিনিশিং, সুইং ও কোয়ালিটি সেকশনের প্রায় অর্ধশত শ্রমিককে চাকুরিচুত্য করেন। আমরা আমাদের বকেয়া বেতন চাইতে গেলে দেই দিচ্ছি বলে হয়রানী করছে। এ বিষয়ে জানতে চাইলে বিথী ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বলেন, কারখানার নিয়ননীতি ভঙ্গ করায় তাদেরকে ছাটাই করা হয়েছে। তাদের বকেয়া বেতন খুব শীঘ্রই পরিশোধ করা হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। বকেয়া বেতন পরিশোধ করার জন্য মালিক পক্ষকে অবহিত করা হয়েছে।
এই বিভাগের আরো খবর