শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফলোআপ : মুনমুন গণধর্ষণ ও হত্যা, বিচারের আশ্বাস পুলিশের

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ২৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : চাঞ্চল্যকর ১৪ বছরের কিশোরীকে গণ ধর্ষণের পর হত্যা ঘটনায় ওই কিশোরীর বাসস্থান পরিদর্শন করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার সকালে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার ভাড়া বাসা পরিদর্শন করে কিশোরীর পরিবারকে উপযুক্ত বিচারের আশ্বাস ও শান্তনা দেন পুলিশ কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শরাফত উল্লাহ, পরিদর্শক(তদন্ত) আবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল এ সময় উপস্থিত ছিলেন। সোমবার মুনমুন নামে ১৪ বছরের ওই কিশোরীকে শীতলক্ষ্যা নদীতে নৌকায় গণ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে  লাশ নদীতে ফেলে দেয় মুনমুনের কথিত প্রেমিক রাসেল ও তার ৪ সহযোগী বন্ধু। মুনমুন পাবনা জেলার সাথিয়া থানার ঘুঘুদাহ গ্রামের মজনু শেখের মেয়ে। ঢাকার শ্যামবাজারের কাঁচামাল ব্যবসায়ী মজনু শেখ প্রায় ৪ বছর ধরে স্বপরিবারে নারায়ণগঞ্জের বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় বসবাস করছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরাফত উল্লাহ জানান, মুনমুন ধর্ষণ ও হত্যা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মুনমুনের কথিত প্রেমিক রাসেল ও তার সহযোগী নেছারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত রাসেল আদালতে ১৬৪ ধারায় ন্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নেছারকে ৪ দিনের রিমান্ডে আনা হয়েছে। ৫ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। সোমবার মুনমুনের পরিবারের অবস্থা সর্ম্পকে জানতে  ও শান্তনা দিতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা মুনমুনের বন্দরের বাসায় যান ।
এই বিভাগের আরো খবর