মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

আড়াইহাজারে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজারের ৬২ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ষ্টিলের আলমারি ভেঙে ১টি ল্যাপটপ, প্রজেক্টর ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম জানান, বিকালে বিদ্যালয়টি ছুটির পর বন্ধ করে চলে যান। বুধবার সকালে বিদ্যালয়ের নাইটগার্ড আম্বর আলী তাকে ফোন করে চুরির ঘটনাটি জানায়। বিদ্যালয়টির সভাপতি দুলাল পাঠান জানান, এর আগেও বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটলে পুলিশ চোরদের গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিতে চোরাই মালামাল উদ্ধার হলেও রহস্যজনক  কারণে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নেয়নি। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বিদ্যালয়টির সহকারী শিক্ষক নাদিমুল হাসান বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় চুরির অভিযোগ করেছেন। হারা/শুভ্র/এস
এই বিভাগের আরো খবর