মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

থাইল্যান্ডে নতুন সংবিধানে স্বাক্ষরের পর ২২ হামলা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৭   আপডেট: ৭ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের নতুন সংবিধানে দেশটির রাজা মাহা ভাজিরালঙকর্ণের স্বাক্ষরের কয়েক ঘন্টার মাথায় বোমাসহ ২২টি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে মুসলিম প্রধান এলাকাগুলোতে এসব হামলার ঘটনা ঘটেছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মুসলিম অধ্যুষিত ইয়ালা, পাট্টানি এবং নারাথিওয়াটে দশকব্যাপী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলে আসছে। গত বছর নতুন সংবিধানের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে বিপক্ষে ভোট দিয়েছিল এ অঞ্চলের বাসিন্দারা।পুলিশ জানিয়েছে, শুক্রবার এই অঞ্চলের বিভিন্ন এলাকায় তারা ২২টি হামলার খবর পেয়েছেন। এর মধ্যে পাঁচটি বোমা হামলাও হয়েছে। বোমাগুলো বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানায় স্থানীয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের তথ্য জানা যায় নি।স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র প্রামোত প্রম-ইন বলেছেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব ঘটনা ঘটানো হয়েছে। তারা সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে চায় এবং লোকজনের মাঝে ভীতি তৈরি করতে চাচ্ছে।’তাৎক্ষনিকভাবে কেউ এসব হামলার দায় স্বীকার করে নি। নিরাপত্তা বাহিনীও সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ আনতে পারে নি।প্রসঙ্গত, বৃহস্পতিবার থাইল্যান্ডের নতুন সংবিধানে স্বাক্ষর করেছেন রাজা মাহা ভাজিরালঙকর্ণ। এর মাধ্যমে থাইল্যান্ড গণতন্ত্রের পথে ফিরতে এক ধাপ এগুলেও রাজনীতিতে সেনাবাহিনীর ব্যাপক প্রভাবের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর