শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আড়াইহাজারে ডাকাতি ,৪ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজার উপজেলার বড় বিনাইচর এলাকায় এক বিয়ে বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রায় ৪লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতীবার গভির রাতে উপজেলার বড় বিনাইচর গ্রামে মৃত নাসির ভূইয়ার ছেলে আলমগীর ভূইয়ার বাড়ীতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ঘরে থাকা আত্মীয়-স্বজন প্রকৃতির ডাকে সাড়াদিতে ঘর থেকে বাহির হলে তৎক্ষণাত ২০-২৫জন মুখোশদারী একদল ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে ঘড়ের লোকজন কে জিম্মি করে, স্টিলের আলমারীর তালা ভেঙ্গে নগদ ১লক্ষ টাকা, ৪ভরি স্বর্ণ-অলংকার, মোবাইল ফোন সহ প্রায় ৪লক্ষ টাকার মালামাল ডাকাতদল লুটে নিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ঘড়ের দরজা বাহির থেকে আটকিয়ে চলে যায়। তারা ডাক-চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদের কে উদ্ধার করেন। এই ব্যাপারে আড়াইহাজার থানার ওসি সাখোয়াত হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ডাকাতি হয়েছে শুনেছি কিন্তু অভিযোগ পাই নাই। অভিযোগ আসলে আমরা এর ব্যবস্থা নিবো।
এই বিভাগের আরো খবর