শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সোনারগাঁয়ে পিটুনীতে ৭ পুলিশ আহত: তিন আসামীর ৭ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার মিরেরবাগ এলাকায় ব্যবসায়ী ও পুলিশ আহত হওয়ার ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে লিখিত ভাবে আবেদন জানিয়ে ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল বুধবার সোনারগাঁ থানার এসআই মুহম্মদ মাহ্মুদ মঈন এই রিমান্ডের আবেদন করেন। ওই প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ্য করেন, গত ১৯ ফেরুয়ারি উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মাদকদ্রব্য উদ্ধারের জন্য অভিযান চালায় সোনারগাঁ থানার এসআই আমিনুল ইসলাম ও এসআই আব্দুল লতিফ। বিল্লাল হোসেনের তিন তলা বাড়িতে প্রবেশ করে বিল্লালকে একজন অপরিচিত মহিলা রুমা আক্তার (৩০)কে সহ পাইয়া বিল্লালকে জিজ্ঞাসাবাদ করলে উক্ত মহিলা সম্পর্কে কোন সদোত্তর দিতে না পারায় তাহাকে হ্যান্ডকাপ পড়ানোর সময় তার আঙ্গুলে সামান্য জখম প্রাপ্ত হয়। ঐসময়ে বিল্লাল হোসেন নিচেকে পুলিশের হাতথেকে বাঁচানোর জন্য ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে আশপাশের গ্রামের কিছু উশৃঙ্খল জনতা স্থানীয় মসজিদের মাইক দিয়া বিল্লালের বাড়িতে ডাকাত আসিয়াছে বলে মাইকিং করে লাঠিসোঠা সহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বিল্লালের বাড়িতে প্রবেশ করে। তাহাদের মধ্যে হইতে কিছু উশৃঙ্খল জনতা বিল্লালের বিল্ডিং এ প্রবেশ করে এসআই আমিনুল ইসলাম ও এসআই আব্দুল লতিফ সহ আরো কয়েক জনকে পিটিয়ে মারাত্বকভাবে আহত করে। মারাত্বক আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। গতকাল রুমা আক্তার সাংবাদিকদের বলেন আমার স্বামী জেলহাজতে যাওয়ার পর মিরের বাগ গ্রামের বিল্লাল হোসেন আমাকে অনেকবার মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন আমাকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার চিৎকার শুনে কয়েক জন পুলিশ ও একলাবাসিরা আমাকে তার ঘর থেকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শিরা জানায় মাইকে ডাকাত হানাদিয়েছে এ সংবাদ শুনে হাবিব, মিঠু ও গোলজার ঘটনাস্থালে ছুটে যান। এলাকার প্রভাববিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরেই প্রতিপক্ষের কতিপয় প্রভাবশালি ব্যক্তি তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে ফাশানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে আহত এসআই আমিনুল ইসলাম (বর্তমানে তিনি হাসপাতেলে চিকিৎসাধিন) জানান আমি মাদক উদ্ধারের জন্যই অভিযান প্ররিচালনা করি। কিন্তু কতিপয় ব্যক্তি বিষয়টিকে অন্যভাবে প্রচার করে আমাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। সাদা পোশাকে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পোশাক পড়া অবস্থায় অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা সটকে পরে। এ জন্য আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। মামলা তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই মুহম্মদ মাহ্মুদ মঈন বলেন গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে লিখিত ভাবে আবেদন করেছি।
এই বিভাগের আরো খবর