বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

সফুরা খাতুন বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭   আপডেট: ৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ জেলা ও বাংলাদেশ মহিলা পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে একমাত্র বালিকা বিদ্যালয় সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সহ-সভপতি আঞ্জুমান আরা আকসি। মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষক, গবেষক ও পাঠাগার সম্পাদিক রিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যানার বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, নাসিকের সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪.৫.৬) কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা পরিষদের সভাপতি মাসুদা সুলতানা, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  দ্বিপেন্দ্র চন্দ সরকার, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ শাখার সদস্য জহিরুল ইসলাম, গোদনাইল প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ ফেরদৌসী বেগম, ধনকুন্ডা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরাইয়া সুলতানা, একই বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুম খানম, খোদেজা বেগম, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার অর্থ সম্পাদক আরিফ হোসেন ঢালী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ এস এম বিজয়। অনুষ্ঠান আয়োজনে ছিলেন, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য মাসুদা বেগম, সোহেল আহম্মেদ, তাহমিনা আক্তার, শাহীন চৌধুরী। বেলা ২টায় প্রথমে “রাষ্ট্রে উন্নয়নে নারীর ভুমিকা অনস্বীকার্য” শির্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নানা যুক্তি, বিশ্লেষন ও উদাহরন তুলে ধরে পক্ষে বলেন সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন আক্তার, সাদিয়া আক্তার ও মিম আক্তার (দল নেতা) এবং বিপক্ষে বলেন, একই বিদ্যালয়ের শিক্ষার্থী শাখী আক্তার, মাসুমা আক্তার ও তাহমিনা আক্তার সুচনা (দল নেতা)। বিজয়ী হন তাহমিনা আক্তাসুচনার দল। এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার সুচনা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, ব্যানার বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেনর রবিন, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, গোদনাইল প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ ফেরদৌসী বেগম। পরে তাদের মাঝে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।
এই বিভাগের আরো খবর