বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

এমপি লিটন হত্যা : আদালতে কাদের খানের জবানবন্দি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪.কম: এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী  জাপার প্রাক্তন এমপি কর্নেল (অব.) ডা. এ কাদের খান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। শনিবার বিকেল ৫টা থেকে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদীন তার জবানবন্দি রেকর্ড করছেন।গত ২১ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া জেলা শহরের কাদের খানের স্ত্রীর মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।পরে ২২ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে কাদের খানকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে লিটন হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণের পর আজ জবানবন্দি দিচ্ছেন তিনি।কাদের খান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাপার প্রাক্তন এমপি। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খানপাড়া) গ্রামের মৃত নয়ান খানের ছেলে।প্রসঙ্গত : গেল বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন। দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হলে চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এমপি লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই বিভাগের আরো খবর