বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নেপালে বাস নদীতে পড়ে নিহত ২৬

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭   আপডেট: ১০ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩৬ জন। রাজধানী কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরে জাজারকোট জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান জেলা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পৌদেল জানিয়েছেন, বৃহস্পতিবার ৬০ জন যাত্রী নিয়ে বাসটি জেলার খালাংগা থেকে খারা গ্রামে যাচ্ছিল। পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি গতি হারিয়ে ২০০ মিটার নিচে পাসাগাড নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসে। পৌদেল জানান, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত ১৮ জনকে নেপালগুঞ্জ শহরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আটজনকে শুক্রবার উদ্ধারের চেষ্টা চলছে। তবে আবহাওয়া খারাপ হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। প্রসঙ্গত, বেহাল সড়ক ও পুরনো যানবাহনের কারণে প্রায়ই নেপালে সড়ক দুর্ঘটনা ঘটে।
এই বিভাগের আরো খবর