বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

আড়াইহাজারে স্কুলছাত্রীকে অপহরণের তিনদিনের মাথায় উদ্ধার

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২২ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (আড়াইহাজার) : আড়াইহাজারে অপহরণের তিনদিনের মাথায় স্কুলছাত্রী খাদিজা ওরফে লাবন্যকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টশন থেকে তাকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের আটক করা যায়নি। লাবন্য থানা বিএনপির সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন অনু’র আপন ভাতিজী এবং আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম হাজী মোশারফ হোসেন রেনু মিয়া। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফাইম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার ঝাউগড়া এলাকার জামালউদ্দিনের ছেলে। এদিকে অপহৃত লাবন্যকে উদ্ধারের পর সে মানষিক ও শারিরিকভাবে অসুস্থ্য হওয়ায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে লাবন্যকে ছবি ফেরত দেয়ার কথা বলে তাকে এক বন্ধুর বাসায় যেতে বলা হয়। লোকলজ্জার ভয়ে ফাইমের কথামতো দেখা করতে গিয়ে সে অপহরণের শিকার হয়। এসময় সে লাবন্য পরিবারের উদ্দেশ্যে একটি চিরকূট লিখে যায়। আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছেন, তাদেরকেও অচিরেই গ্রেফতার করা হবে। ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হবে
এই বিভাগের আরো খবর