শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রাজনীতিবিদদের হুমকি, নির্যাতন, উপঠোকন সুষ্ঠু সাংবাদিকতার অন্তরায় : গিয়াস উদ্দিন

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৭   আপডেট: ৩০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বলেছেন, সাংবাদিকতা  পেশাটাই সংগ্রামের পেশা। রাজনিতীবিদরা অনেক সময় সংগ্রাম করে অনেক সময় করেনা। কিন্তু সাংবাদিকদের সবসময়ই সংগ্রাম করতে হয়। রাজনীতিবিদরা বিভিন্ন সময় হুমকি ধামকি দেয়, নির্যাতন করে, বিভিন্ন সময় উপঠৌকন দেয়। যা সুষ্ঠু সাংবাদিকতার অন্তরায়। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন গনমাধ্যম নারায়ণগঞ্জ বিডি ডট নেট আয়োজিত ‘নারায়ণগঞ্জে সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ বিডি ডট নেটের সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, মহানগর বিএনপির সভাপতি এটি এম কামাল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ আরো অনেকে। গিয়াস উদ্দিন আরো বলেন, সাংবাদিকরা আমাদের পরম বন্ধু। সাংবাদিকরা এবং আমরা একে অন্যের সহায়ক শক্তি হিসেবে কাজ করি, বন্ধুত্বের বন্ধন নিয়ে কাজ করি, তারা আমাদের বিভিন্ন দোষ ত্রুটি ও সমস্যাগুলো তুলে ধরেন, আমরা নিজেদের সংশোধন করার সুযোগ পাই। কাদের জন্য নারায়ণগঞ্জে রাজনীতির গণতান্ত্রিক ধারা নেই এবং কাদেরকে বাদ দিলে সুষ্ঠু ধারার রাজনৈতিক প্রক্রিয়া চলবে সেগুলো তুলে ধরতে হবে। সুষ্ঠু সাংবাদিকতায় গণমাধ্যমের মালিকরা অন্তরায় এটা আজ সুস্পষ্ট। গণতন্ত্রকে রক্ষার জন্য গণমাধ্যমের কর্মীদের সবাইকে সাহসী ভূমিকা রাখতে হবে। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করায় আমার সঙ্গে অনেকের বিভাজন তৈরি হয়েছে। সেটা ত্বকী হত্যা, আশিক, চঞ্চল হত্যা নিয়ে। কোনো রাজনৈতিক ব্যক্তি যদি কোনো  ভাল কাজ করে আমি তাকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করব না। মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা গণমাধ্যমগুলো মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর আমাদের মতো কিছু রাজনীতিবিদরাই তাদেরকে সে সুযোগ করে দিচ্ছে। কারণ রাজনীতিবিদরাও অনেক ক্ষেত্রে কলুষিত হয়ে গিয়েছেন। নারায়ণগঞ্জের উন্নয়ন, সত্য প্রকাশ করা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবাইকে সাহসী ভূমিকা রাখার জন্য মেয়র আইভী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর