বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

‘৮২ ভাগ জঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবিত’

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭   আপডেট: ১৩ মার্চ ২০১৭

যুগেচিন্তা২৪.কম: যেসব তরুণ জঙ্গিবাদে জড়িয়েছে তাদের ৮০-৮২ শতাংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবিত হয়ে এদিকে ধাবিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সম্মেলনে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- গোপনীয়) মো. মনিরুজ্জামান এ তথ্য জানান। ‘চিফ অব পুলিশ কনফারেন্স অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিজ অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ২৫০ জন জঙ্গির ওপর চালানো এক জরিপ থেকে পাওয়া তথ্যের আলোকে মো. মনিরুজ্জামান বলেন, ‘৮০-৮২ ভাগ তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবিত হয়ে জঙ্গিবাদের দিকে ধাবিত হয়েছে। এদের মধ্যে ৫৬ শতাংশ সাধারণ শিক্ষার্থী এবং ২২ ভাগ মাদ্রাসা পড়ুয়া।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিদের কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘জঙ্গিরা আগে ফেসবুকসহ হাতেগোনা কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করত। এখন তারা কৌশল পরিবর্তন করেছে। তারা এখন থ্রিমাসহ নতুন নতুন অ্যাপস ব্যবহার করছে। এতে তাদের শনাক্ত করতে আমাদের গোয়েন্দাদের হিমশিম খেতে হচ্ছে।’ জঙ্গিদের প্রযুক্তির অপব্যবহার বন্ধ করতে এ খাতে আরো বিনিয়োগ ও প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দেন এ পুলিশ কর্মকর্তা। তিন দিনব্যাপী এ সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এ ছাড়া ইন্টারপোল, ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আসিয়ানাপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগামসহ (আইসিআইটিএপি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন।
এই বিভাগের আরো খবর