শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নগরীতে ২ দিন ব্যাপী যৌথ স্থানীয় বার্ষিক ইজতেমা শুরু

প্রকাশিত: ১৯ মে ২০১৭   আপডেট: ১৯ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নগরীতে ২ দিন ব্যাপী যৌথ স্থানিয় ইজতেমার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামাত নারায়ণগঞ্জ। শুক্রবার সকালে ২৪ নং নবাব সলিমুল্লাহ রোড  নূর মসজিদে এ ইজতেমার উদ্বোধন করা হয় । নারায়ণগঞ্জ, সোনারগাঁও ও ফতুল্লা এ তিন মজলিসের যৌথ সমন্বয়ে শুক্রবার ও শনিবার দিনব্যাপি এ আয়োজন চলবে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ তফসির চৌধুরি সদর বাংলাদেশ আহমদিয়া মুসলিম জামাত, শহিদুল ইসলাম বাবু নায়েব সদর, আব্দুল কাদির ইজতিমা কমিটির চেয়ারম্যান, ফজল মাহমুদ আমির নারায়ণগঞ্জ, আব্দুর রহমান প্রেসিডেন্ট ফতুল্লা, নূর মহাম্মদ প্রেসিডেন্ট সোনারগাঁও সহ স্ব স্ব জামাতের নেতা কর্মীবৃন্দ। সকাল ৯ টায় জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এর মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর পর অনুষ্ঠানের সভাপতি ফজল মাহমুদ কুরআন তিলাওয়াত ও স্বপথ বাক্য পাঠ করেন। উক্ত ইজতেমায় নসিহত মুলক বক্তৃতা, ইজতেমার উদ্দেশ্য ও কল্যান  সম্পর্কে বক্তরা বক্তব্য রাখেন। এছাড়াও অংশগ্রহণকারী ৩ টি মজলিসের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন মজলিসের প্রতিনিধি বৃন্দ।
এই বিভাগের আরো খবর