শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বিভিন্ন দাবিতে ইউনাইটেড এপারেলস শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ৬ মে ২০১৭   আপডেট: ৬ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কস মানববন্ধন কর্মসূচী পালন করে। শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। নারায়নগঞ্জ  ই এফ জি ডব্লিউ এর সভাপতি শ্রমিকনেতা সেন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ। এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ফারুক হোসেন, পিন্টু দত্ত, বাবু, আতিক, মিজান প্রমূখ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ বলেন, ইউনাইটেড এপারেলস  এর শ্রমিকদের সমুদয় পওনা মিটিয়ে শ্রম আইন মেনে কারখানা স্থানান্তর করতে হবে। যার নাই কিছুই নাই। শ্রমিক যাতে ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য বিভিন্ন গ্রুপিং করা হয়। গার্মেন্টস এ নেতার অভাব নাই কিন্তু কোন কর্মী নাই। প্রতিটি কারখানায় একটি করে ইউনিয়ন ও একটি করে ফেডারেশন থাকতে হবে। তাহলেই তো শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে। বিকেএমইএ, বিজেএমইএ ও এফবিসিআই এরা সবায় এক। কিন্তু শ্রমিকরা এক নয়। তাদের মধ্যে গ্রুপিং করে অনেকেই মোটা অংকের টাকা হাতিয়ে নেয় ।
এই বিভাগের আরো খবর