শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ছাত্রকে কান ধরে ওঠবস করানোয় শিক্ষককে পিটিয়ে জখম

প্রকাশিত: ৫ মে ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লায় একটি মাদরাসায় ছাত্রকে কান ধরে ওঠবস করানোয় শিক্ষককে পিটিয়ে জখম করেছেন এক অভিভাবক। আহত শিক্ষককে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন অন্য শিক্ষকরা।
শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল মাদরাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম মাওলানা কামাল হোসাইন। তিনি ওই মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক। মাওলানা কামাল হোসাইন বলেন, একই এলাকার ওসমান মাহমুদের ছেলে রিফাত মাহমুদ (১০) নূরানী বিভাগের ছাত্র। বুধবার সকালে মাদরাসায় রিফাতসহ চার ছাত্র দুষ্টুমি করছিল। এ সময় ধমক দেয়ার পরও তারা কেউ কথা শুনেনি। পরে তাদের ১০ বার কান ধরে ওঠবস করানো হয়। শুক্রবার রিফাতের বাবা ওসমান মাহমুদ এসে আমাকে মাদরাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে মারধর করেন। তবে ওসমান মাহমুদ বলেন, ১০০ বার কান ধরে ওঠবস করানোয় তার ছেলে রিফাত মাহমুদ অসুস্থ হয়ে পড়েছে। হাত-পা ফুলে গেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মারধর করেছেন। মাদরাসার মোহতামিম মাওলানা আলী হোসেন জানান, ওসমান মাহমুদ শিক্ষককে মারধর না করে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারতেন। বিষয়টি নিয়ে মাদরাসা পরিচালনা পরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর