শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

প্রকাশিত: ৪ মে ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে আওয়ামী লীগ নেতা মো. জসিমউদ্দিনকে। তফসলি অনুযায়ী বৃৃহস্পতিবার (৪ মে) ছিলো নির্বাচনের ভোটের দিন। কিন্তু স্কুলে ভোটের কোন আমেজই ছিলো না। বরং এ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ায় স্কুলে ভিন্ন আবহ বিরাজ করে। গত ২৩ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১১ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। ওই দিন ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। গত ২৬ এপ্রিল এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো. খালিদুজ্জামান ভূঁইয়া ও দাতা সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আলী নূর মিয়া। অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ডা. মো. আশরাফ উদ্দীন, নাজির হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর ও সুজিত চন্দ্র সাহা, সংরক্ষিত মহিলা সদস্য লাভলী আক্তার। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান ভূঁইয়া, মো. মঈনুল হোসেন, শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত নারী)  নাজমুন্নাহার। এদের মধ্যে ডা. মো. আশরাফ উদ্দীন ও মোহাম্মদ জাহাঙ্গীর প্রথমবারের মতো ম্যানেজিং কমিটিতে এলেন। স্কুলের প্রধান শিক্ষক সফিউল আলম খান পদাধিকার বলে এই কমিটির সচিব। গত ২ মে নবনির্বাচিত ১১ জন এক সভা করেন। ওই সভায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। তাতে সভাপতি নির্বাচিত হন মো. জসিমউদ্দিন। নতুন ম্যানেজিং কমিটির কাছে স্কুলের সার্বিক উন্নয়ন প্রতাশ্যা করেছেন অভিভাবকমহল।
এই বিভাগের আরো খবর