মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

নারায়ণগঞ্জে এসএসসি’তে পাশের হার ৮৫.৪৩ শতাংশ

প্রকাশিত: ৪ মে ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

ডেস্ক সংবাদ (যুগের চিন্তা ২৪ ডটকম) : এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় কমেছে পাশের হার ও জিপিএ প্রাপ্তির সংখ্যা। গতবারের তুলনায় ৪.৫৩ ভাগ কম শিক্ষার্থী পাশ করেছে এবারের এসএসসি পরীক্ষায়। এমনকি ৩৯২টি জিপিএ কম পেয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ২৭ হাজার ৬৯০ জন। এবং পাশ করেছে ২৪ হাজার ৫৫ জন। যা শতকরা ৮৫.৪৩ ভাগ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯ জন শিক্ষার্থী। ২০১৬ সালে জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ২৫ হাজার ২ শত ৬৬ জন। এদের মধ্যে এসএসসিতে পাস করেছিল ২১ হাজার ৪শত ৯৩ জন শিক্ষার্থী। যা শতকরা ৮৯.৯৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪০১ জন শিক্ষার্থী। প্রতিবারের ধারাবাহিকতা বজায় রেখে নারায়ণগঞ্জ জেলায় ১ম স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জের একমাত্র সরকারী বালিকা বিদ্যালয় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২য় অবস্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। তৃতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ হাই স্কুল। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা নাসরিন বেগমের দেয়া তথ্যমতে,  নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে  ২৮৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে সকলেই কৃতকার্য হয় এবং জিপিএ-৫ পায় ১৮৫ জন শিক্ষার্থী। ২য় স্থানে অবস্থান করা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন শিক্ষার্থী। ৩য় স্থানে অবস্থান করা নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। উল্লেখ্য যে, বৃহস্পতিবার দুপুরে সারা বাংলাদেশে একসাথে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলার ৫টি উপজেলা নির্বাহী কর্মমর্তার নিকট ফলাফল হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়। তা শেষ হয় ২ মার্চ।
এই বিভাগের আরো খবর