শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

একই মামলায় আদালতে পক্সি দিতে এসে জামিনপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৩ মে ২০১৭   আপডেট: ৩ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : অগ্নিসংযোগ ও হামলা ভাংচুরের মামলায় জামিনে থাকা এক আসামী সালাম এ মামলার অপর এক আসামীর পক্সি দিতে গেয়ে গ্রেপ্তার হয়েছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালতে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তার সালাম ফতুল্লার আকবরনগর গ্রামের সার্থক আলীর ছেলে। সে নিজ গ্রামের আলী হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা ভাংচুরের মামলার ২২ নাম্বার এজাহার ভুক্ত আসামী। সম্প্রতি আদালত থেকে জামিন নিয়েছে। ঘটনার দিন সে এ মামলার প্রধান আসামী আসামী সামেদ আলী পরিচয়ে জামিন আবেদন করে কাঠ গড়ায় দাড়ান। এসময় বাদী পক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের কোর্ট সিএসআই সালামকে চিনে ফেলেন। এতে বিষয়টি আদালতকে অবহিত করা হলে আদালত সালামকে গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সময় এ মামলার এজাহারভুক্ত ৩ নাম্বার আসামী গনি মিয়া, ৫ নাম্বার আসামী আরিফ ও ৩৫ নাম্বার আসামী রাজ্জাকও আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন। কোর্ট পুলিশের এসআই শওকত হোসেন ও বাদী পক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খান এর সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ফতুল্লার আকবর নগর গ্রামে ২১ ফেব্রুয়ারী সন্ত্রাসী সামেদ আলীর নেতৃত্বে শতাধীক সন্ত্রাসী ব্যবসায়ী আলী হোসেনের বাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়িতে অগ্নিসংযোগ করে ১০জনকে টেটাবিদ্ধ করে আহত করা হয়। ওই হামলার দুইদিন পর পুলিশ সামেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ শতাধীক টেটা, বল্লম, রামদা উদ্ধার করেছে। সন্ত্রাসীরা মামলা হওয়ার পরও এলাকায় প্রকাশ্যে ঘুরা ফেরা করত। এঘটনায় আলী হোসেন বাদী হয়ে সামেদ আলী ও তার বাহীনির ৫৪ জনের নাম উল্লেখ করে আরো অর্ধশতাধীক অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৫৩ জন জামিন নিয়েছে।  
এই বিভাগের আরো খবর