বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বর্ষণে তলিয়ে যাচ্ছে শহরসহ শহরতলী, জলাবদ্ধতার দূর্ভোগে নগরবাসী

প্রকাশিত: ২ মে ২০১৭   আপডেট: ২ মে ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : কালবৈশাখীর ঝড়, ভারী বৃষ্টিপাত ও টানা বর্ষনে তলিয়ে যাচ্ছে শহরের প্রধান সড়ক, বিভিন্ন অলিগলিসহ শহরতলী এলাকা। নগরবাসীর দাবি ড্রেনেজ অব্যবস্থাপনার কারনেই তাৎক্ষনিক পানি সরে যেতে না পারায় জলাবদ্ধতায় দূর্ভোগ পোহাতে হচ্ছে শহরসহ শহরতলীর নি¤œ অঞ্চলের বাসিন্দাদের। সরজমিনে নগরীর দেওভোগ, মাসদাইর, ইসদাইর, কাশিপুর, গলাচিপা, রেললাইন, পাইকপাড়া, চাষাড়া, পাঠানতলী, হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে যে, কালবৈশাখীর ঝড়, ভারী বৃষ্টিপাত ও টানা বর্ষনে তলিয়ে যাচ্ছে। জলাবদ্ধতার কারনে ময়লা আবর্জনা, কুচকুচে কালো, দূর্গন্ধময় পানি দিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। এতে অনেকেই ডায়রিয়া, শ্বাসকষ্ট, চর্ম রোগসহ বিভিন্ন পানিকাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও জলাবদ্ধতার কারনে শিশু, বৃদ্ধ, নারী,  দিন মজুর থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষার্থীদের পচা, নোংরা, দূর্গন্ধযুক্ত পানিতে হেটে যাতায়াত করতে হচ্ছে। এদিকে, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জন-প্রতিনিধিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। এ বিষয়ে ১৪ নং ওয়ার্ড কাউন্সলর সফিউল্লাহ প্রধান সফি বলেন, পূর্বের কাউন্সিলর মনিরউজ্জামান মনির অব্যবস্থাপনার কারনে তার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে তিনি এ সমস্যা নিরসনে বিভিন্ন কাজ করছেন। যার প্রায় কাজই সমাপ্ত হয়েছে। নারী কাউন্সিলর কাউন্সিলর শারমীন হাব্বি বিন্নী, যুগের চিন্তা ২৪ কে জানান, আমার এলাকায় পানি নিষ্কাশনের খালগুলো অবৈধ দখলের কারনে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সরকারী খালগুলো অবৈধ দখলমুক্ত করতে মেয়র আইভী আপাকে নিয়ে পরিদর্শন করে পদক্ষেপ নিবো । ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম বলেন, চাষাঢ়া বালুর মাঠে বৃষ্টির পানি জমে থাকা এটা সময় সাময়িক। আগামি দুই এক মাসের মধ্যে বালুর মাঠের কাজ মাটি ভরাট করে সম্পন্ন করবো। ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ঝন্টু তিনিও সে একই সুরে কথা বলেন, ড্রেন পরিস্কার করার কাজ চলছে। আগামি দুই এক মাসের মধ্যে বৃষ্টি পানি যাতে জমে থাকতে না পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এই বিভাগের আরো খবর